Image description

আসন্ন এল ক্লাসিকোর আগে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে স্প্যানিশ ফুটবলে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন। তিনি রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করে বলেছেন, "ওরা চুরি করে, আবার অভিযোগও করে!"

রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। বর্তমানে নয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, আর ইয়ামালদের বার্সা তাদের থেকে ঠিক দুই পয়েন্ট পেছনে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইয়ামাল জেরার্ড পিকে পরিচালিত 'কিংস লিগের' ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেখানে কিংস লিগের দল পোরসিনোস এফসির মালিক ইবাই লানোস তাকে জিজ্ঞেস করেন, তার দল তাকে রিয়াল মাদ্রিদের কথা মনে করিয়ে দেয় কিনা?

প্রশ্ন শুনে ইয়ামাল দ্রুত উত্তর দেন, "হ্যাঁ, অবশ্যই, তারা চুরি করে, তারা অভিযোগ করে..." তার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। তৎক্ষণাৎ মাদ্রিদের একজন সুপরিচিত সমর্থক লানোস পাল্টা প্রশ্ন করেন, "রিয়াল মাদ্রিদ চুরি করে?" জবাবে ইয়ামাল কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে বলেন, "আচ্ছা আচ্ছা, দেখা যাক, দেখা যাক।" ইয়ামালের এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এটিই প্রথম নয় যে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড মাদ্রিদকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। গত মৌসুমে কোপা দেল রে-তে রিয়াল মাদ্রিদকে হারানোর পর তিনি বলেছিলেন, "ওরা আমাদের সামলাতে পারে না।" তখন এই মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ানোর পর ইয়ামাল আরও বলেছিলেন, "যখন আমি জিতি, তারা কিছু বলতে পারে না। যখন তারা জিতবে, তখন বলুক।"

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি ম্যাচে ইয়ামাল তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকাপ ফাইনালও ছিল। চলতি মৌসুমে গ্রোইন ইনজুরির কারণে মাঠে অনিয়মিত থাকলেও, এখন পর্যন্ত বার্সার হয়ে ৭ ম্যাচে ৩ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। এল ক্লাসিকোর আগে তার এই মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, মাঠের খেলায় ইয়ামালরা কেমন পারফর্ম করেন।