চট্টগ্রামের ফ্লাডলাইটে আলোকিত সন্ধ্যা শেষ হলো হতাশায়। দারুণ সূচনা করেও ব্যাটিং ধসে শেষ পর্যন্ত ১৬ রানে হেরে গেল বাংলাদেশ। রোভম্যান পাওয়েল, শাই হোপদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টাইগার পেসার তানজিম সাকিব মনে করেন, টপ অর্ডারদের ব্যর্থতাই বাংলাদেশের পরাজয়ের মূল কারণ।
বাংলাদেশের জন্য কাজটা কঠিন করে দিয়েছে টপ-অর্ডাররা। সাইফ হাসান, তানজিদ তামিম এবং অধিনায়ক লিটন কেউই পারেননি নিজেদের সেরাটা দিতে। ম্যাচের পর হতাশা সাকিবের কন্ঠেও।
তিনি বলেন, ‘শেষের দিকে শিশির থাকায় বল অনেক সহজে ব্যাটে আসছিল। আমার কাছে মনে হয়, যদি একটা সেট ব্যাটার থাকত তাহলে খেলাটা সহজ হতো। কারণ, শেষ দুই ওভারে ৩০ রান লাগত, একটা ব্যাটসম্যান থাকলে সব সময় এই ম্যাচ হাতের মধ্যে থাকে।’
ব্যাটারদের দায়িত্বহীনতাকে দায়ী করে তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে পাওয়ার প্লেতেই। তারা যদি সেট হয়ে আউট হতো, তাহলেও পরিস্থিতিটা ভিন্ন হতে পারত। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার আগেই আউট হয়েছে। আমি মনে করি, মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত। যারা শুরুতেই আউট হয়ে গেছে, তারা যদি দায়িত্ব নিয়ে খেলা আরেকটু গভীরে নিয়ে যেতে পারত, তাহলে ম্যাচটা হয়তো ভিন্ন হতো।’
তানজিম সাকিব আরও বলেন, ‘আসলে শেষ (ম্যাচটা) করতে পারলে খুব ভালো লাগত। কারণ, আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে লাগছিল। নাসুম ভাইও আমাকে ভালো সাপোর্ট দিচ্ছিলেন। মনে হচ্ছিল আমি একটা ব্যাটারকে নিয়ে ব্যাটিং করছি।’




Comments