Image description

খুলনার পাইকগাছায় জলাবদ্ধতা নিরসন এবং শিবসা নদী ও খাল খননের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা পানি কমিটির আয়োজনে এবং এনজিও সংস্থা ‘উত্তরণ’-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— পানি কমিটির সভাপতি শেখ রুহুল কুদ্দুস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান মিজান, উত্তরণের অ্যাডভোকেসি কর্মকর্তা ফয়সাল মণ্ডল, ডি.আর-আর অ্যান্ড ওয়াশ কর্মকর্তা দীপন মুখার্জী, সিডিও কর্মকর্তা কামরান খান, সুকৃতি মোহন সরকার ও জামশেদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, পানি কমিটির সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ফসিয়ার রহমান, ফজলুর রহমান, মাকসুদুর রহমান মুকুল, সুকামার মণ্ডল, শেখ মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ লিটন এবং যুব নেতা কাজী সিফাত উল্লাহসহ অনেকে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

বক্তারা বলেন, পাইকগাছার প্রাণ শিবসা নদী এখন ভরাট হয়ে গেছে। নদী ও সরকারি খাস খাল দ্রুত খনন করে এবং ইজারা বাতিল করে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।