Image description

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে ৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে টাইগার যুবাদের হয়ে সেঞ্চুরি করেছেন কালাম সিদ্দিকী।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। উজাইরউল্লাহ নিয়াজাইয়ের অনবদ্য ১৪০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে তারা। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৫৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন।

২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দ্রুত বিদায় নেন। দলীয় ৬০ রানে রিফাত বেগও ফিরে যান। তবে এরপর দলের হাল ধরেন কালাম সিদ্দিকী ও রিজান হক। এই দুই ব্যাটার মিলে ১৩৯ রানের মূল্যবান জুটি গড়েন।

কালাম সিদ্দিকী ১১৯ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন। এরপর রিজান হক ৯৬ বলে ৭৫ এবং মোহাম্মদ আব্দুল্লাহ ১৯ বলে ১২ রানে অপরাজিত থাকাকালে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। তখন ৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশকে ৫ রানে বিজয়ী ঘোষণা করা হয়।