Image description

হ্যারি কেইনের গোল মানেই বায়ার্ন মিউনিখের জয়—চলতি মৌসুমে এই সমীকরণ যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডেও এর ব্যতিক্রম হলো না। বুধবার রাতে কোলোনিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

এই বড় জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করে দলকে নেতৃত্ব দেন হ্যারি কেইন। এই জয় ২০২৫-২৬ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ জিতে ভিনসেন্ট কোম্পানির দলকে ইউরোপীয় ফুটবলের ইতিহাসের অংশ বানিয়ে দিল।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ডটি এতদিন অক্ষত ছিল। ১৯৯২-৯৩ মৌসুমে ইতালির বিখ্যাত ক্লাব এসি মিলান টানা ১৩ ম্যাচ জিতে এই রেকর্ড গড়েছিল। উড়তে থাকা বায়ার্ন এবার সেই রেকর্ড ভেঙে নতুন করে নিজেদের করে নিল।

প্রতিপক্ষের মাঠে শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ম্যাচের ৩১ মিনিটে গোল হজম করার পাঁচ মিনিট পরই লুইস দিয়াজের গোলে সমতায় ফেরে তারা। এরপর গোল উৎসবের মূল আকর্ষণ হয়ে ওঠেন হ্যারি কেইন। তিনি ৩৮ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৩-১ করেন।

এই জোড়া গোলে চলতি মৌসুমে জার্মান জায়ান্টদের হয়ে ১৪ ম্যাচে ইংলিশ ফরোয়ার্ডের গোলসংখ্যা দাঁড়াল ২২-এ। ৭২ মিনিটে দলের শেষ গোলটি আসে মাইকেল ওলিসের দুর্দান্ত নৈপুণ্যে।

জার্মান কাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করা দলগুলো হলো: ডর্টমুন্ড, আরবি লাইপজিগ, হার্থা বার্লিন, হামবুর্গ, সেন্ট পাউলি, মুনশেনগ্লাডবাখ, ফ্রাইবুর্গ, ইউনিয়ন বার্লিন, কাইজার্সলাউটার্ন, মাগডেবুর্গ, হোলস্টেইন কিল ও বোখুম।