Image description

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েন আরও একবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রভাব ফেলল। আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে শুরু হতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগেই পাকিস্তানের এমন সিদ্ধান্তে হকি দুনিয়া চমকে গেছে। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন চলছিল, যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো।

পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) মহাসচিব রানা মুজাহিদ এ প্রসঙ্গে বলেন, "আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছি যেন তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করে। ভারতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ নিতে না পারা আমাদের হকির জন্য ক্ষতিকর। যখন ভারতীয় ক্রীড়াবিদরাই নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে হাত মেলাতে চান না, তখন কীভাবে আশা করা যায় যে আমরা ভারতে গিয়ে খেলব?"

পাকিস্তানের এই সিদ্ধান্তে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ক্রীড়াঙ্গনেও দুই দেশের দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠল।

পাকিস্তান জুনিয়র হকি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে ছিল, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ভারত, চিলি ও সুইজারল্যান্ড। পাকিস্তানের পরিবর্তে কোন দেশ অংশ নেবে, তা এখনও জানায়নি আইএইচএফ। সংস্থাটি জানিয়েছে, দ্রুতই বিকল্প দল ঘোষণা করা হবে।

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে এ বিষয়ে মন্তব্য করে বলেন, "পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ওরা খেলতে আসবে কি না, সেটা ওদের ব্যাপার। কিন্তু লম্বা সময় ধরে অপেক্ষা করা সম্ভব নয়।"

উল্লেখ্য, এর আগেও পাকিস্তান এশিয়া কাপ হকি খেলতে ভারতে না আসায় তাদের পরিবর্তে বাংলাদেশ খেলেছিল। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর পাকিস্তান হকি ফেডারেশন নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহ প্রকাশ করেছে।