 
                   ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে লিটন দাস-তানজীদ হোসেন তামিমরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে বাংলাদেশের একাদশে আনা হয়েছে ৪টি পরিবর্তন। শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিবকে বসিয়ে একাদশে সুযোগ দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও শরীফুল ইসলামকে।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে পরিবর্তন এনেছে। তারা দলে ৩টি পরিবর্তন ঘটিয়েছে। অধিনায়ক শাই হোপ, শেরফান রাদারফোর্ড ও জেইডন সিলসের বদলে দলে এসেছেন আকিম অগুস্তে, আমির জঙ্গু ও গুদাকেশ মোতি।
ঘরের মাঠে চট্টগ্রামেই ১৬ রানে হেরে তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যবধান কমে ১৪ রানের পরাজয় দেখেছিল অধিনায়ক লিটনের দল।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, রোস্টন চেস (অধিনায়ক), আকিম অগুস্তে, আমির জঙ্গু (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়ের ও গুদাকেশ মোতি।
 
                



 
               
Comments