Image description

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম তার দারুণ ফর্ম ধরে রেখে টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। ৩৬ বলে ব্যক্তিগত এই মাইলফলক ছুঁয়ে তিনি দলকে একটি শক্ত সূচনা এনে দিয়েছেন।

শুরুতে দেখে-শুনে খেলেছেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া ইমন দারুণ এক ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিলেও, বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর তিনে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন অধিনায়ক লিটন দাস। উইকেটে এসেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও, আর কোনো বাউন্ডারি মারতে পারেননি। শেষ পর্যন্ত ৯ বলে মাত্র ৬ রান করে বিদায় নেন লিটন।

লিটনের বিদায়ের পর উইকেটে এসেছেন সাইফ হাসান। চারে নেমে তানজিদ তামিমকে ভালোই সঙ্গ দিচ্ছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৭ রান। তামিমের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং এবং সাইফের সঙ্গ দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।