Image description

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের এক অসাধারণ ইনিংসের সুবাদে দেড়শ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এই তরুণ ওপেনার। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ পেয়েছে টাইগাররা।

এদিন ইনিংসের শুরুতেই ওপেনিং জুটিতে তামিম ও পারভেজ হোসেন ইমন সাবধানী শুরু করেন। একাদশে ফেরা ইমন একটি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকালেও ইনিংস বড় করতে পারেননি; ১০ বলে ৯ রান করেই বিদায় নেন। তিনে নামা লিটন দাস দ্রুত রান তোলার চেষ্টা করেও সফল হননি, ৯ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন।

এরপর উইকেটে আসেন সাইফ হাসান। মন্থর ব্যাটিংয়ে ২২ বলে ২৩ রান করে তানজিদ তামিমকে কিছুটা সঙ্গ দেন তিনি। তবে দিনের মূল আকর্ষণ ছিলেন তানজিদ তামিম নিজেই। আগের ম্যাচের ফর্ম ধরে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন এবং দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত ৬২ বলে ৮৯ রানের এক অনবদ্য ইনিংস খেলে আউট হন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর।

তবে তামিমের এক প্রান্তের বীরোচিত লড়াই সত্ত্বেও অন্যপ্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। সাইফ হাসান ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নুরুল হাসান সোহান এবং জাকের আলি অনিকের মতো অভিজ্ঞরা চরম ব্যর্থতার পরিচয় দেন। ফলস্বরূপ, তামিমের এমন মহাকাব্যিক ইনিংসের পরও একটি বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ, যা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট কিনা, সেই প্রশ্ন এখন থেকেই উঠছে।