Image description

বাংলাদেশ নারী ক্রিকেট দলে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। অভিজ্ঞ পেসার জাহানারা আলমের সাম্প্রতিক এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তিনি জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। এই ঘটনার পর থেকেই নারী দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা, যার প্রতিক্রিয়ায় সরব হয়েছেন অধিনায়ক জ্যোতিও।

জাহানারার বিস্ফোরক অভিযোগ:

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন যে, নারী দলের ভেতরে এখন রাজনীতি ও পক্ষপাতিত্ব ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। তার দাবি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ব্যক্তিগত সম্পর্ক এবং স্বার্থের কারণে খেলোয়াড়দের পারফরম্যান্সকে উপেক্ষা করা হচ্ছে। তার মতে, এই পরিস্থিতি দলের ভেতরে একটি স্থায়ী অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে, যা অনেক সিনিয়র ক্রিকেটারের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জাহানারা বলেন, “আমাদের দলের কিছু সিদ্ধান্ত ক্রিকেটীয় যুক্তির ভিত্তিতে নয়, বরং নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের পক্ষে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে মাঠে ভালো পারফর্ম করা সত্যিই কঠিন।”

জ্যোতির পাল্টা জবাব:

জাহানারার এই অভিযোগের পরপরই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘দলটা আমাদের সবার। যখন আমরা মাঠে সাফল্যের ধারায় আছি, তখন এত নেতিবাচক কথা, ব্যক্তিগত ক্ষোভ আর আক্রমণাত্মক মন্তব্য দেখে কষ্ট লাগে। যারা একসময় এই দলকে ভালোবেসে আগলে রেখেছেন, তারাই এখন এমন কথা বলছেন - এটা দুঃখজনক।’

তিনি আরও যোগ করেন, ‘যখন কেউ অফ ফর্মে থাকেন বা দল থেকে বাদ পড়েন, তখনই মনে হয় দলের সব কিছু খারাপ। কিন্তু দলটা কারও একার নয় - এটা সবার। যারা এখনো বিশ্বাস রাখছেন, তাদের প্রতি শ্রদ্ধা।’

বিসিবির কঠোর প্রতিক্রিয়া:

জাহানারার মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবি সম্প্রতি এক সাবেক নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য লক্ষ্য করেছে। বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে করা অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।’

বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয় যে, তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে অভ্যন্তরীণ তদন্তে যেতে প্রস্তুত।