Image description

জাতীয় নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানি এবং জাতীয় দলের গ্রুপিং সংক্রান্ত অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা।

তার এই অভিযোগের পর আরও কয়েকজন ক্রিকেটারও মুখ খুলেছেন এবং জাতীয় দলের মধ্যে গ্রুপিংয়ের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে বিসিবি নড়েচড়ে বসেছে।

শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, জাতীয় নারী ক্রিকেট দলের এসব বিষয় নিয়ে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।