Image description

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। ঘোষিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের লড়তে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

গ্রুপ ও প্রতিপক্ষ: ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া আইসিসির দুই সহযোগী সদস্য দেশ নেপাল ও ইতালিও রয়েছে এই গ্রুপে। গ্রুপ পর্বের বাধা টপকে সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশের ম্যাচের সময়সূচি:

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ৪টি ম্যাচের ৩টিই অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, যা বাংলাদেশি দর্শকদের জন্য সুবিধাজনক।

৭ ফেব্রুয়ারি: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
৯ ফেব্রুয়ারি: বনাম ইতালি (কলকাতা)
১৪ ফেব্রুয়ারি: বনাম ইংল্যান্ড (কলকাতা)
১৭ ফেব্রুয়ারি: বনাম নেপাল (মুম্বাই)

আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে।

একনজরে বিশ্বকাপের ৪টি গ্রুপ:

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান।
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি।
গ্রুপ ‘ডি’: সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।