নানা জল্পনা-কল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের রূপরেখা। শুরুতে ৫টি দল নিয়ে আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে একটি দল বাড়িয়ে মোট ৬টি দল নিয়ে আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল।
বুধবার বিসিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, ষষ্ঠ দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে ‘নোয়াখালী’।
এবারের আসরে অংশ নেওয়া ৬টি দল হলো:
১. রংপুর রাইডার্স
২. ঢাকা ক্যাপিটালস
৩. সিলেট টাইটান্স
৪. চট্টগ্রাম রয়্যালস
৫. রাজশাহী ওয়ারিয়র্স
৬. নোয়াখালী এক্সপ্রেস (নবাগত)
উদ্বোধনী অনুষ্ঠান: ১৭ ডিসেম্বর ঢাকায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে।
খেলা শুরু: ১৯ ডিসেম্বর।
ফাইনাল: আগামী বছরের ১৯ জানুয়ারি।
নিলাম: কয়েক দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট বা নিলাম।
নিলামের আগেই প্রতিটি দল দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। এবারের নিলামে অংশ নিতে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন, যার মধ্য থেকে ২৫০ জন ক্রিকেটারকে চূড়ান্ত তালিকায় রেখেছে বিসিবি।




Comments