Image description

দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে নারী আইপিএল বা ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম। এবারের নিলামে মোট ২৭৭ জন ক্রিকেটারের নাম থাকলেও পাঁচ ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে বাংলাদেশের ৩ ক্রিকেটারের দিকেও। বিশেষ করে পেসার মারুফা আক্তার চমক দেখাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এবারের নিলামে ৫টি দলের মোট ৭৩টি স্লট খালি রয়েছে, যার মধ্যে ৩০টি বিদেশি কোটা। দলগুলোর হাতে অবশিষ্ট আছে মোট ৪১ কোটি ১০ লাখ রুপি। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া থেকে সর্বাধিক ২৪ জন এবং ইংল্যান্ড থেকে ২১ জন ক্রিকেটার নিলামে উঠছেন।

নিলামে কোন দেশ থেকে কতজন:

অস্ট্রেলিয়া: ২৪
ইংল্যান্ড: ২১
নিউজিল্যান্ড: ১৩
দক্ষিণ আফ্রিকা: ১১
ওয়েস্ট ইন্ডিজ: ৪
শ্রীলঙ্কা: ৩
বাংলাদেশ: ৩
সংযুক্ত আরব আমিরাত: ২
যুক্তরাষ্ট্র: ১
থাইল্যান্ড: ১