Image description

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এ উপলক্ষ্যে রোববার অনুষ্ঠিত নিলামে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছে। এবারের নিলামে দেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাপক চাহিদার পাশাপাশি টাকার অঙ্কেও বড় চমক দেখা গেছে।

নিলামে দলগুলোর কাড়াকাড়িতে সর্বোচ্চ দাম পেয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ। তাকে দলে ভেড়াতে চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সের মধ্যে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে নিজেদের করে নেয় চট্টগ্রাম রয়্যালস। এবারের নিলামে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি কোটি টাকার কোঠা স্পর্শ করেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই তারকাকে পেতে রংপুর রাইডার্স খরচ করেছে ৯২ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ‘এ’ ক্যাটাগরির এই ক্রিকেটারকে ৭০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

নাঈম, হৃদয় ও লিটন ছাড়া নিলামে উচ্চমূল্য পাওয়া বাকি তারকারা হলেন:
৪. মোহাম্মদ সাইফউদ্দিন – ৬৮ লাখ টাকা
৫. তানজিম হাসান সাকিব – ৬৮ লাখ টাকা
৬. নাহিদ রানা – ৫৬ লাখ টাকা
৭. শামীম পাটোয়ারী – ৫৬ লাখ টাকা
৮. মোহাম্মদ মিঠুন – ৫২ লাখ টাকা
৯. হাবিবুর রহমান সোহান – ৫০ লাখ টাকা
১০. সৈয়দ খালেদ আহমেদ – ৪৭ লাখ টাকা

এবারের নিলামে ১৪৭ জন স্থানীয় ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, যাদের মধ্য থেকে দল পেয়েছেন ৭৩ জন। অন্যদিকে, ২৬০ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে নিলাম থেকে বিক্রি হয়েছেন মাত্র ১২ জন। নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে বাধ্যতামূলকভাবে দুজন করে বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে।