Image description

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর)। এদিন ডিসেম্বর মাসের জন্য এলপিজির নতুন মূল্যহার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপির (কন্ট্রাক্ট প্রাইস) ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হবে। মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর রমনার আইইবি ভবনে (শহীদ প্রকৌশলী ভবন) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।

ঘোষণার পরপরই নতুন মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।