আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে ১১৭ রানের সহজ লক্ষ্য দিয়েছে সফরকারীরা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ বা অলিখিত 'ফাইনাল' ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ১১৭ রানেই অলআউট হয়ে যায় আইরিশরা।
এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও আয়ারল্যান্ড সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে নাজমুল হোসেন শান্তর দলের।
টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা বেশ ভালোই ছিল। প্রথম ৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান তোলে তারা। তবে ১০ বলে ১৭ রান করে টিম টেক্টর আউট হওয়ার পরই ছন্দ হারায় দলটি। এরপর হ্যারি টেক্টর (৫) ও লরকান ট্যাকার (১) দ্রুত বিদায় নিলে ৫১ রানেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড।
এক প্রান্ত আগলে রেখে পল স্টার্লিং আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন। তিনি ১টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ২৭ বলে ৩৮ রান করেন। তবে রিশাদ হোসেনের ঘূর্ণিতে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দশম ওভারে কার্টিস ক্যাম্ফারকে বোল্ড করার পর ১২তম ওভারে স্টার্লিংকেও সাজঘরে ফেরান রিশাদ। নিজের শেষ ওভারে গ্যারেথ ডেলানিকেও (১০) তুলে নেন এই লেগ স্পিনার।
অন্যদিকে পেসার মোস্তাফিজুর রহমানও ছিলেন দুর্দান্ত। মার্ক অ্যাডায়ার (৮), ম্যাথু হামফ্রেস (১) ও বেন হোয়াইটকে (৫) ফিরিয়ে আইরিশদের ইনিংস গুটিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত জর্জ ডকরেলের ২৩ বলে ১৯ রানের ইনিংসের পরও ১১৭ রানেই থামে আয়ারল্যান্ডের চাকা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান; দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম ২টি এবং শেখ মাহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট লাভ করেন।




Comments