Image description

লাতিন আমেরিকার ফুটবল শৈলী সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন ঢাকার ফুটবলপ্রেমীরা। ‘লাতিন বাংলা সুপার কাপ’ খেলতে ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের দুটি ক্লাব। বুধবার সকালে ঢাকায় অবতরণ করে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। এর আগে মঙ্গলবার ঢাকায় পৌঁছায় ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব।

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে আর্জেন্টিনা ও ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে লড়বে স্বাগতিক দল ‘ফিউচার স্টার বাংলাদেশ’। ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে তরুণদের এই রোমাঞ্চকর ফুটবল আসর।

আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের সময়সূচি নিম্নরূপ:

৫ ডিসেম্বর (উদ্বোধন): সাও বার্নার্দো (ব্রাজিল) বনাম ফিউচার স্টার বাংলাদেশ।

৮ ডিসেম্বর: অ্যাথলেটিকো চার্লোন (আর্জেন্টিনা) বনাম ফিউচার স্টার বাংলাদেশ।

১১ ডিসেম্বর (ফাইনাল আমেজ): সাও বার্নার্দো (ব্রাজিল) বনাম অ্যাথলেটিকো চার্লোন (আর্জেন্টিনা)।

টুর্নামেন্ট ঘিরে থাকছে বড় চমক। ১১ ডিসেম্বর শেষ দিনের ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ লটারির ব্যবস্থা—প্রতিদিন ১০ জন ভাগ্যবান দর্শক এই দুই কিংবদন্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

উদ্বোধনী দিনেই (৫ ডিসেম্বর) স্টেডিয়াম মাতাবেন দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস। তার গান দিয়ে শুরু হবে ফুটবল উৎসবের আনুষ্ঠানিকতা।

আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান বলেন, "বাংলাদেশে আগে এমন আয়োজন হয়নি। আমি দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, দর্শকরা মাঠে এসে চমৎকার ফুটবল উপভোগ করবেন।"

এই টুর্নামেন্ট স্থানীয় তরুণ খেলোয়াড়দের জন্য একটি বড় শিক্ষার সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সাধারণ দর্শকরা যাতে সহজেই খেলা দেখতে পারেন, সে জন্য টিকিটের মূল্য সাধ্যের মধ্যে রাখার আহ্বান জানানো হয়েছে।