ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে বল হাতে নতুন ইতিহাস গড়েছেন সুনিল নারিন। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন আবু ধাবি নাইট রাইডার্সের এই ক্যারিবীয় স্পিনার।
বুধবার (৩ ডিসেম্বর) শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ষষ্ঠ ওভারে বল হাতে আসেন নারিন। নিজের প্রথম বলেই প্রতিপক্ষ ব্যাটার টম অ্যাবলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন তিনি। প্রায় দেড় দশকের দীর্ঘ ক্যারিয়ারে এই অর্জন যেকোনো বোলারের জন্যই বিশেষ কিছু।
৫৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে এবারের আইএলটি২০ আসর শুরু করেছিলেন নারিন। টুর্নামেন্ট শুরুর আগেই তিনি কাঙ্ক্ষিত এই মাইলফলক থেকে মাত্র এক উইকেট দূরে ছিলেন। গতকাল সেই অপেক্ষার অবসান ঘটল।
নারিনের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মাত্র দুজন বোলার- রশিদ খান ও ডোয়াইন ব্রাভো। রশিদ খান ৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। আর দ্বিতীয় স্থানে থাকা ডোয়াইন ব্রাভোর শিকার ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট। এবার সেই অভিজাত ক্লাবে নিজের নাম লেখালেন সুনিল নারিন।




Comments