Image description

চারপাশে ধ্বংসস্তূপ, তার মাঝেই বিছানো হয়েছে লাল গালিচা। সেই গালিচা মাড়িয়ে হাত ধরে হেঁটে যাচ্ছেন নবদম্পতিরা। কনেদের পরনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাদা ও লাল নকশার পোশাক, আর বরদের পরনে কালো স্যুট-টাই। যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিসে গত মঙ্গলবার এমনই এক মনোমুগ্ধকর ও ব্যতিক্রমী গণবিয়ের আয়োজন দেখা গেছে।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আয়োজিত এই অনুষ্ঠানে ৫৪ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ যুদ্ধের ধ্বংসলীলার মাঝেও জীবনকে নতুন করে উদযাপনের লক্ষ্যেই এই সাহসী উদ্যোগ নেওয়া হয়। বাদ্যযন্ত্রের তালে তালে যখন নবদম্পতিরা মঞ্চে উঠছিলেন, তখন কনেদের হাতে ছিল ফুলের তোড়া এবং বরদের হাতে শোভা পাচ্ছিল ফিলিস্তিনের ছোট পতাকা।

মুসায়েদ নামে এক বর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমাদের এমন একটি আনন্দের মুহূর্তের খুব প্রয়োজন ছিল যা আমাদের মৃতপ্রায় হৃদয়ে আবারও প্রাণ সঞ্চার করতে পারে।’

এই গণবিয়ে দেখতে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি। সমতলে জায়গা না পেয়ে অনেকে আশপাশের ধ্বংসপ্রাপ্ত ভবনের ওপর ঝুঁকিপূর্ণভাবে বসেও এই আনন্দ আয়োজন উপভোগ করেন। যুদ্ধের ভয়াবহতা ভুলে ক্ষণিকের জন্য উৎসবে মেতে ওঠেন তারা।

দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ ও মানবিক সংকটের পর এবার শান্তি ফিরবে এমনটাই প্রত্যাশা নবদম্পতিদের। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘আল-ফারিস আল-শাহিম’ ফাউন্ডেশন এই গণবিয়ের আয়োজন করে।

সূত্র: এএফপি