Image description

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে ঝিনুক আহরণ করে পাচার করার সময় ৯ পাচারকারীকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১২০০ কেজি নিষিদ্ধ ঝিনুক, ৪টি নৌকা ও ১টি ট্রলার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সুন্দরবনের কঞ্চির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কয়রা এলাকার আ. ওয়াদুদ গাজী, খলিল সানা, সাইদ গাজী, মো. গফ্ফার, দেলবার গাজী, গোলাম মোস্তফা, মাছুম বিল্লাহ এবং পাতাখালী গ্রামের কওছার গাজীসহ মোট ৯ জন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে আহরণ নিষিদ্ধ ঝিনুক সংগ্রহ করে লোকালয়ে পাচার করছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে কঞ্চির খাল এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত জীবন্ত ঝিনুকগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক পাচারকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।