লিওনেল মেসির হাত ধরে অবিশ্বাস্য এক পথচলা শেষে নিজেদের ইতিহাসের প্রথম মেজর লিগ সকার (এমএলএস) কাপ জিতেছে ইন্টার মায়ামি। শনিবার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলের সর্বোচ্চ এই শিরোপা ঘরে তোলে ফ্লোরিডার ক্লাবটি।
ফাইনালে নিজে গোল না পেলেও মায়ামির তিনটি গোলেই ছিল আর্জেন্টাইন মহাতারকার প্রত্যক্ষ অবদান। এই জয়ে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হলো ৪৭তম ট্রফি (সিনিয়র ফুটবলে ৪৪তম)।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। অষ্টম মিনিটে মেসির বাড়ানো বল ধরে সতীর্থ তাদেও আলেন্দে ক্রস করলে ভ্যানকুভারের ডিফেন্ডার এডিয়ার ওকাম্পোর গায়ে লেগে বল জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে ভ্যানকুভার সমতায় ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেন মেসি। আন্দ্রেস কুবাসের কাছ থেকে বল কেড়ে নিয়ে মেসি বাড়িয়ে দেন রদ্রিগো ডি পলের দিকে, যা থেকে গোল করে দলকে ফের এগিয়ে নেন ডি পল। ম্যাচের শেষ মুহূর্তে মেসির আরেকটি জাদুকরী পাস থেকে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আলেন্দে।
মায়ামির এই উৎসবের রাতে ছিল বিষাদের সুরও। বার্সেলোনা ও স্পেনের দুই কিংবদন্তি জর্দি আলবা ও সের্জিও বুসকেটস এই ম্যাচ দিয়েই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন। ইউরোপ ও বিশ্বমঞ্চ কাঁপানো এই দুই তারকা তাদের ক্যারিয়ার শেষ করলেন এমএলএস জয়ের গৌরব নিয়ে।
উল্লেখ্য, একসময় লিগের তলানিতে থাকা ইন্টার মায়ামি মেসির আগমনের পর লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড জয়ের পর এবার এমএলএস কাপ জিতে পূর্ণতা পেল। পুরো প্লে-অফে মেসির অবদান ছিল ১৫টি গোলে (৬ গোল ও ৯ অ্যাসিস্ট)।




Comments