Image description

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার গালফ জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২৬ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।

ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মুস্তাফিজ। রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তিনি। এরপর দ্বিতীয় স্পেলে ১২তম ওভারে বল করতে এসে আবারও আঘাত হানেন ফিজ। এবার তার শিকার হন ক্রিজে ঝড় তোলা লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা। তাকেও ওভারের প্রথম বলেই সাজঘরে পাঠান তিনি।

তবে ব্যক্তিগতভাবে মুস্তাফিজের অভিষেক রঙিন হলেও তার দল জয়ের দেখা পায়নি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে দুবাই ক্যাপিটালস। জবাবে ১৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গালফ জায়ান্টস।