পার্থের পর ব্রিসবেন টেস্টেও ইংল্যান্ডের ওপর আধিপত্য বজায় রাখল অস্ট্রেলিয়া। জো রুটের সেঞ্চুরি সত্ত্বেও গ্যাবায় শেষ রক্ষা হলো না সফরকারীদের। মাইকেল নেসারের বোলিং তোপে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্টিভ স্মিথের দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার ম্যাচের চতুর্থ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৬৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার দ্রুত ফিরলেও অধিনায়ক স্টিভ স্মিথ ও জ্যাক ওয়াদারাল্ডের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। স্মিথ মাত্র ৯ বলে ২৩ এবং ওয়াদারাল্ড ২৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে গাস অ্যাটকিনসন দুটি উইকেট নেন।
এর আগে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৩৪ রান করা ইংল্যান্ড চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছিল। বেন স্টোকস ও উইল জ্যাকস মিলে ৯৬ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে মাইকেল নেসার এই জুটি ভাঙলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশদের লোয়ার অর্ডার। জ্যাকস ৪১ ও স্টোকস ৫০ রান করে আউট হন। শেষদিকে মাত্র ১৪ রানের মধ্যে বাকি উইকেটগুলো হারায় তারা।
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল নেসার ১৬.২ ওভারে ৪২ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। এছাড়া প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও ২টি, স্কট বোল্যান্ড ২টি এবং ডগেট ১টি উইকেট নেন।




Comments