কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ১৪ বছর পর ভারত সফরে আসছেন। ২০১১ সালে প্রথম ও শেষবার ভারতে এসেছিলেন তিনি। এই সময়ে অনেক বদলেছেন মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরেছেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
মেসির হাতে উঠেছে দুটি কোপা আমেরিকার শিরোপা। রেকর্ড ব্যালন ডি’অর জিতে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন নিজেকে। মেসির ভারত সফরের নাম তাই ‘গোট ইন্ডিয়া ট্যুর-২০২৫’ দেওয়া হয়েছে। যার অর্থ সর্বকালের সেরা ফুটবলারের ভারত সফর।
এই সফরে তিনদিন ভারতে থাকবেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ঘুরে নয়াদিল্লি দিয়ে শেষ হবে তার ভারত যাত্রা। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর চার শহরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন ফুটবলের সর্বজয়ী এই মহাতারকা। তার এই সফর ঘিরে ভারত জুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে।
সফরে মেসির সঙ্গে ভিন্ন ভিন্ন পর্বে থাকবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, দু’জনই মুম্বাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।
মেসি ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে ‘গোট কনসার্টে’ অংশ নেবেন। তবে নিরাপত্তার কারণে লেক টাউন মোড়ে নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন। হায়দরাবাদ পর্বে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক আয়োজন করা হবে, যেখানে মেসি, সুয়ারেজ ও ডি পল সরাসরি শিশুদের প্রশিক্ষণ দেবেন।




Comments