Image description

শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার থেকে শুরু হওয়া এই আসরটি চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। মাঠের লড়াই শুধু গ্যালারিতে নয়, সারা বিশ্বের দর্শকরা টেলিভিশন ও অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন।

দেশের দর্শকদের জন্য বিপিএল সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে যারা খেলা দেখতে চান, তারা ট্যাপম্যাড ও আকাশ গো অ্যাপের মাধ্যমে সরাসরি বিপিএল উপভোগ করতে পারবেন।

বিপিএলে প্রতিবছরের মতো এবারও পাকিস্তানের একঝাঁক তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন। দেশটিতে সরাসরি খেলা দেখাবে এ স্পোর্টস এইচডি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে এআরওয়াই জ্যাপ, মাইকো, তামাশা ও ট্যাপম্যাড অ্যাপে খেলা দেখা যাবে।

ভারতে বিপিএল দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোড এর মাধ্যমে। শ্রীলঙ্কায় ডায়লগ ও পিও টিভি খেলা সম্প্রচার করবে। নেপালের দর্শকরা ডিশহোম এবং আফগানিস্তানে এসওএলএইচ টিভিতে বিপিএলের ম্যাচগুলো দেখা যাবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে উইলো টিভি ও ডিআরএম এর মাধ্যমে সবগুলো ম্যাচ দেখা যাবে। এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলের ২৭টি দেশে বিপিএল সরাসরি সম্প্রচার করবে রাশ স্পোর্টস।

মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে যেখানে কোনো নির্ধারিত ব্রডকাস্টার নেই, সেখানে টি স্পোর্টসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি ও বিনামূল্যে খেলা উপভোগ করা যাবে।