Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের বিরতির দিনে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামকে। এবারের আসরে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলা এই পেসার রোববার (২৮ ডিসেম্বর) অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর দ্রুত তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে শরীফুলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের পরামর্শক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

তিনি সংবাদমাধ্যমকে জানান, "শরীফুলকে হাসপাতালে নেওয়া হয়েছিল প্রয়োজনীয় পরীক্ষার জন্য। তবে বর্তমানে সে সুস্থ আছে এবং বিশ্রামে (ঘুমিয়ে) আছে।"

বিপিএলের দ্বাদশ আসরে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৫ রানের বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। সেই ম্যাচে ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন শরীফুল। আগামীকাল সোমবার শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম। তবে মাথায় আঘাতের কারণে শরীফুল সোমবারের ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবারের বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা শুরুতে ট্রায়াঙ্গুলার সার্ভিসের হাতে থাকলেও টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে বিসিবি দলটির দায়িত্ব গ্রহণ করে। দলের কোচ হিসেবে মিজানুর রহমান বাবুল এবং ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, হাবিবুল বাশার সুমন পরামর্শক হিসেবে যুক্ত হওয়ায় টেকনিক্যাল কমিটিতে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।

মাঠে ফেরার জন্য শরীফুলের শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে বলে দল সূত্রে জানা গেছে।