Image description

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৫ সাল শেষ করলো দাপুটে জয় দিয়ে আর্সেনাল। টানা ১১ ম্যাচে জয় পাওয়া অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে আর্সেনালের সাথে ভালো লড়াই করে অ্যাস্টন ভিলা। তবে দ্বিতীয়ার্ধে ভেঙ্গে যায় ভিলার সব প্রতিরোধ। ম্যাচের ৪৮ মিনিটে কর্নার থেকে সৃষ্ট আক্রমনে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের গোলে লিড নেয় আর্সেনাল। 

এরপর ৫২ মিনিটে মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত অ্যাসিস্টে গানারদের ব্যবধান দ্বিগুন করেন মার্টিন জুবিমেন্ডি। ৬৯ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। আর ৭৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস আর্তেতার দলের হয়ে চতুর্থ গোল করেন।

ম্যাচের ইনজুরি সময়ে অলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে এক গোল শোধ দিলেও ৪-১ গোলের জয় পায় আর্সেনাল। এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান সুসংহত করলে ২০২৫ সালটা শেষ করলো গানাররা।