Image description

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খান। ৯ কোটি রুপিতে ‘কাটার মাস্টার’কে কেনার পর থেকেই ভারতের বিভিন্ন মহলে শাহরুখকে নিয়ে শুরু হয়েছে কটাক্ষ ও সমালোচনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের রাজনৈতিক দল শিবসেনা।

সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে এক ধরনের নেতিবাচক সামাজিক ও রাজনৈতিক আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে বিপুল অর্থে মুস্তাফিজকে দলে ভেড়ানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে। সমালোচকদের তালিকায় সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে রয়েছেন বিজেপি নেতা ও আধ্যাত্মিক গুরুরাও।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন শিবসেনার (ইউবিটি) মুখপাত্র আনন্দ দুবে। এক বিবৃতিতে তিনি বলেন, "শাহরুখ খান যদি নিজের সম্মান বাঁচাতে চান, তবে দ্রুত মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। একজন বাংলাদেশি ক্রিকেটার ভারত থেকে যে বিপুল অর্থ উপার্জন করবেন, তা তাদের দেশে ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। আমরা কোনোভাবেই এটি মেনে নেব না।"

একের পর এক উগ্র মন্তব্য ও রাজনৈতিক চাপে কেকেআর কর্তৃপক্ষ এবং শাহরুখ খান বর্তমানে বেশ অস্বস্তিতে রয়েছেন। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, মুস্তাফিজকে ৯ কোটি রুপির মতো বড় অঙ্কে কেনা এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট—এই দুই কারণেই বিতর্কটি এত বড় আকার ধারণ করেছে।

তবে এই চাপের মুখে কেকেআর বা শাহরুখ খানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মুস্তাফিজকে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়ে এখন ক্রীড়ামোদীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

মানবকন্ঠ/আরআই