Image description

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবির এই সাহসী ও কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি স্পষ্ট জানিয়েছে যে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারতে দল পাঠানো সম্ভব নয়। একইসঙ্গে বাংলাদেশের জন্য নির্ধারিত ভেন্যুগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে (সম্ভবত শ্রীলঙ্কায়) স্থানান্তর করার জন্য আইসিসির কাছে আবেদন করেছে বোর্ড।

বিসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে আকস্মিক বাদ দেওয়ার ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) রাতে বিসিবি পরিচালকরা জরুরি বৈঠকে বসেন। শুরুতে অধিকাংশ পরিচালক ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে দ্বিধায় থাকলেও, সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের পরামর্শ আসার পর বোর্ড তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। শেষ পর্যন্ত নিরাপত্তার বিষয়টি প্রধান কারণ হিসেবে দেখিয়ে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা ছিল। এছাড়া ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে ম্যাচগুলোও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিসিবির এই অনড় অবস্থানের ফলে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু নিয়ে এখন বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলো।

মানবকন্ঠ/আরআই