শুরুর এক মাস আগে নতুন জটিলতার মুখে পড়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে নতুন সূচি প্রণয়নের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য উদ্ধৃত করে এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ অন্যান্য মিডিয়া জানিয়েছে, আইসিসির চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে টুর্নামেন্টের সূচি নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-র মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। পরিস্থিতি ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের মতোই টানাপোড়েনপূর্ণ হয়ে উঠেছে।
উল্লেখযোগ্য, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মনোমালিন্যের শুরু হয়। আবুধাবিতে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়া হয়। কিন্তু পরে রাজনৈতিক চাপের কারণে কেকেআর তাকে দল থেকে বাদ দেয়।
বিসিবির পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকার কারণে তারা আইসিসিকে আবেদন করেছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য।
বিশ্বকাপ শুরু হতে মাত্র এক মাস বাকি থাকায় (৭ ফেব্রুয়ারি) নতুন সূচি তৈরিতে আয়োজকদের বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। মূল সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে হওয়ার কথা ছিল।
এর মধ্যেই বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই ২০ দলের টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




Comments