বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দেখা গেল নাসুম আহমেদের এক অবিশ্বাস্য বোলিং প্রদর্শনী। তার বিধ্বংসী ঘূর্ণি জাদুতে মাত্র ৬১ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লেখালো নোয়াখালী এক্সপ্রেস। নাসুম তার ৪ ওভারের স্পেলে মাত্র ৭ রান খরচায় শিকার করেছেন ৫টি উইকেট, যার মধ্যে শেষ ৫টি উইকেটই তিনি নিয়েছেন মাত্র ৮ বলের ব্যবধানে!
ইনিংসে ৪ উইকেটে ৪৬ রান করে নোয়াখালী যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই আঘাত হানেন নাসুম। ১১তম ওভারের ৫ম বলে ফেরান হায়দার আলীকে। এরপর ১৩তম ওভারে বল করতে এসে প্রথম দুই বলেই তুলে নেন মেহেদী হাসান রানা ও জহির খানকে।
এক বল বিরতি দিয়ে ওই ওভারেরই পঞ্চম বলে বিলাল সামিকে সাজঘরে পাঠিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন এই স্পিনার।
মাত্র ১৫ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ৬১ রানে থমকে যায় নোয়াখালীর ইনিংস। এটি বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২০১৯ সালে রংপুরের বিপক্ষে কুমিল্লার ৬৩ রানের পর এটিই টুর্নামেন্টের সর্বনিম্ন রান। বিপিএলে সর্বনিম্ন ৪৪ রানে অলআউট হওয়ার রেকর্ডটি খুলনার (২০১৬)।
নোয়াখালীর হয়ে কেবল মাহিদুল ইসলাম অঙ্কন (২৫) ও হাবিবুর রহমান সোহান (১৮) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। দলের চারজন ব্যাটার কোনো রান না করেই অর্থাৎ 'ডাক' মেরে সাজঘরে ফেরেন। শেষ দিকে মোহাম্মদ আমির নোয়াখালীর ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক অঙ্কনকে ফিরিয়ে দিলে বিপর্যয়ের ষোলোকলা পূর্ণ হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments