Image description

আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলেও, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সিদ্ধান্তে রাতারাতি বদলে গেল দৃশ্যপট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশে এখন উত্তাল বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের ঘোষণা আসার পর আন্তর্জাতিক ক্রিকেটেও শুরু হয়েছে তুমুল বিতর্ক।

মুস্তাফিজকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চায় না। বিসিবির পক্ষ থেকে আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

ফিজকে নিয়ে এই উত্তাল পরিস্থিতির মাঝে নতুন মাত্রা যোগ করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা জুনায়েদ খান। তিনি মাশরাফি বিন মর্তুজাকে আইপিএল থেকে ‘বাদ’ দেওয়ার প্রশ্ন তুলে ভারতীয় বোর্ডকে কটাক্ষ করেছেন। প্রশ্ন উঠতে পারে, মাশরাফি তো আইপিএলে নেই, তবে তাকে বাদ দেওয়ার কথা কেন আসছে? মূলত, ক্রিকেট ভক্তদের একটি বড় অংশের দাবি—আইপিএলের লোগোতে যে ব্যাটিং শটের অবয়ব রয়েছে, তা মাশরাফির একটি আইকনিক শট থেকে অনুপ্রাণিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জুনায়েদ খান প্রশ্ন তুলেছেন, বিসিসিআই যেভাবে মুস্তাফিজকে ছেঁটে ফেলেছে, তারা কি এখন মাশরাফির ছায়া থেকে তৈরি এই লোগোটিও বদলে ফেলবে? ভিডিওটিতে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকেও বলতে শোনা যায় যে, লোগোটি মাশরাফির ব্যাটিং পোজ থেকেই তৈরি। জুনায়েদ খানের এই মন্তব্য ক্রীড়াঙ্গনে নতুন করে ঘি ঢেলেছে।

আইপিএল লোগো ২০০৮ সালে যুক্তরাজ্যের ‘ভেঞ্চার-ট্রি’ নামে একটি সংস্থা ডিজাইন করেছিল। পরবর্তীতে লোগোটি প্রায় সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। সেখানে থাকা ক্রিকেটার মাশরাফি বলে যারা দাবি করেছেন, তাদের মতে ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হুবহু একটি শট খেলেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। আইপিএলে লোগোতে থাকা ক্রিকেটারের জার্সির কলার, ব্যাটের পজিশন, ব্যাট সুইং, হেলমেটের গ্রিল এবং ফুটওয়ার্ক/ভারসাম্য (এক পা নিচে, আরেক পা কিছুটা ওপরে) সবই মিল রয়েছে মুর্তজার সঙ্গে।

উল্লেখ্য, মাশরাফি বিন মর্তুজা ২০০৯ সালে কলকাতার হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। তবে মুস্তাফিজকে কেন্দ্র করে বর্তমান যে সংকটের সৃষ্টি হয়েছে, তা ক্রিকেটীয় গণ্ডি পেরিয়ে এখন কূটনৈতিক ও আবেগীয় লড়াইয়ে রূপ নিয়েছে। বিশ্বজুড়ে ক্রিকেটবোদ্ধারা তাকিয়ে আছেন বিসিসিআই এবং আইসিসির পরবর্তী পদক্ষেপের দিকে।

মানবকণ্ঠ/আরআই