২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও শিরোপা ধরে রাখার মিশনে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সম্প্রতি আর্জেন্টাইন প্রভাবশালী গণমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনির ২৬ সদস্যের প্রাথমিক তালিকার মধ্যে ২০ জনের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। যুক্তরাষ্ট্রের মাটিতে বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২০ জনের এই তালিকায় গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে আছেন অভিজ্ঞ ও নিয়মিত মুখ—নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো।
মাঝমাঠে স্কালোনির মূল ভরসা হিসেবে থাকছেন রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জিওভানি লো সেলসো। তরুণদের মধ্যে জায়গা করে নিয়েছেন জুলিয়ানো সিমেওনে ও নিকোলাস পাজ।
আক্রমণভাগের নেতৃত্বে অবধারিতভাবেই থাকছেন মহাতারকা লিওনেল মেসি। তার সঙ্গী হিসেবে থাকছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস এবং থিয়াগো আলমাদা।
বাকি ৬টি পজিশনের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। তৃতীয় গোলরক্ষক হিসেবে ওয়াল্টার বেনিতেজ এগিয়ে থাকলেও ডিফেন্সে লড়াই করছেন হুয়ান ফয়েথ, বালের্দি, মারকোস আকুনিয়া ও তরুণ ভালেন্তিন বার্কো। মিডফিল্ডে বিবেচনায় আছেন এজাকুয়েল পালাসিওস ও তরুণ উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।
আকস্মিকভাবে চোট ও অফ-ফর্মের কারণে আপাতত ভাবনায় নেই তারকা ফরোয়ার্ড পাউলো দিবালা। এছাড়া আলেহান্দ্রো গারনাচোর ফর্ম ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকায় তার জায়গা এখনো অনিশ্চিত। আলোচনার বাইরে রয়েছেন মাতিয়াস সুলে ও আলান ভারেলাও।
বিশ্বকাপের আগে পারফরম্যান্স ও ইনজুরি ভেদে স্কালোনির এই তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও, বর্তমান চ্যাম্পিয়নদের মূল কাঠামোটি এখন থেকেই স্পষ্ট হয়ে উঠছে।
মানবকণ্ঠ/আরআই




Comments