বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণে টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদিও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে, বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
মঙ্গলবার দুপুরে বিসিবি–আইসিসি ভিডিও কনফারেন্স শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ দেশে আয়োজনের প্রস্তাব আইসিসিকে পুনরায় জানানো হয়েছে।
বিসিবি জানায়, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিসিয়ালদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে সম্মত হয়েছে এবং আগামী দিনে আলোচনাগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments