এএফপির প্রতিবেদন
ভারতে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড
নিরাপত্তাজনিত কারণে ভারতের ভেন্যুতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অন্যদিকে সূচি বা ভেন্যু পরিবর্তনে অনড় অবস্থান নেন আইসিসি। এই দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যেই প্রকাশিত হয়েছে খবর, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, তবে তাদের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত স্কটল্যান্ড।
আইসিসির সূত্রে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী হিসেবে স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি আগামী বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধেছে। এর আগে ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরানোর আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। এছাড়া আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু আইসিসি কোনো সমঝোতা ছাড়াই আলোচনাকে শেষ করে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে আছে। তাদের সব ম্যাচ ভারতীয় ভেন্যু কলকাতা ও মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে রাজনৈতিক কারণে পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছে। বাংলাদেশও একই সুবিধা চাইছে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ যৌক্তিক ও বৈধ। আইসিসি যদি সম্মানজনক সমাধান না দেয়, তবে পাকিস্তানও অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে।
ভারতে না যাওয়ার বিষয়টি মূলত আইপিএল ইস্যুর সঙ্গে যুক্ত। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। এরপর বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতে ম্যাচ খেলার অস্বীকৃতি জানায়।
সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় মাঠে নামবে। এরপর একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে খেলবে এবং শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে। সব মিলিয়ে বুধবারের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হওয়ার কথা।
মানবকণ্ঠ/আরআই




Comments