Image description

গণভোটে ‘হ্যাঁ’তে সিল দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রব্যবস্থা সংস্কারের ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, *“জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসের এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্য সামনে রেখে আমরা ইতোমধ্যে বেশ কিছু সংস্কার বাস্তবায়ন করেছি।”

তিনি আরও বলেন, আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি প্রয়োজন বলেই গণভোটের আয়োজন করা হয়েছে।
“এই গণভোটে অংশ নিন। সনদে আপনার সম্মতি দিন,” আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

প্রসঙ্গত, ২০২৫ সালের ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই সনদ প্রণয়নের ঘোষণা দেন। পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর খসড়া চূড়ান্ত হয়। গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর সম্পন্ন হয়। এখন সেই সনদের ওপর আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই