Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই স্পষ্ট অবস্থান জানাল সরকার। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অযৌক্তিক কোনো চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।

তিনি বলেন, “অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও এমন উদাহরণ আছে—পাকিস্তানের দাবির মুখে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে।” তার বক্তব্যে স্পষ্ট, নিরাপত্তা ও ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশ নিজের অবস্থানে অনড় থাকবে।

এদিকে, বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে—এমন গুঞ্জন নিয়েও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা তথ্য তার জানা নেই।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অনিচ্ছা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল। এ বিষয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলেও এখনো কোনো সমাধান আসেনি।

বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে বিবেচনার গুঞ্জন ছড়ালেও সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি। অতীতে ২০০৯ সালে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে ‘পরবর্তী সেরা দল’ হিসেবে স্কটল্যান্ডই বিশ্বকাপে খেলেছিল—সে উদাহরণও আলোচনায় এসেছে।

মানবকণ্ঠ/আরআই