Image description

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ইতোমধ্যেই সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সুপার সিক্সে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই বৃষ্টি আইনে জয় পেয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে ম্যাচটি তুলনামূলক সহজ হওয়ার কথা ছিল, সেখানে জিততে গিয়ে বেশ বিপাকে পড়ে ভারত। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষেও প্রায় হেরে যাচ্ছিল তারা। তবে ম্যাচের মাঝপথে বৃষ্টি এসে ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়।

খেলা শেষে ভারতের ব্যাটার বৈভব রাজবংশীও বিষয়টি স্বীকার করে বলেন, “বৃষ্টি আমাদের বাঁচিয়ে দিয়েছে।”

তবে প্রতিটি ম্যাচে বৃষ্টির সহায়তা পাওয়া সম্ভব নয়। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে হলে ভারতীয় ব্যাটারদের ফর্মে ফিরতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার সিক্সে উঠবে ভারত। তবে হারলেও শীর্ষে থাকার সম্ভাবনা রয়েছে বৈভবদের। কারণ, নিউজিল্যান্ডের তুলনায় নেট রানরেটে অনেকটাই এগিয়ে ভারত। সে ক্ষেত্রে সুপার সিক্সে ভারতকে খেলতে হবে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে।

অন্যদিকে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল।

এদিকে, ভারতের বিপক্ষে হারের পরও এক ম্যাচে জয় এবং এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল।