Image description

গাইবান্ধা শহরের সার্কুলার রোডে তাজ সিনেমা হল সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডে বাঁধন প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান, রতন কিউট সেলুনসহ আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর ভেতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের খবর পেয়ে দ্রুত সাড়া দিয়ে বড় ধরনের বিপদ থেকে আশপাশের এলাকা রক্ষা করা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে তারা জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর