Image description

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বিএনপি অফিসসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ও সম্পদ ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি পশ্চিম বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো—দায়েমছাতি পশ্চিম বাজারস্থ বিএনপি অফিস, জান্নাত ভ্যারাইটিজ স্টোর এবং একটি মুরগির দোকান।

জান্নাত ভ্যারাইটিজ স্টোরের মালিক আব্দুল করিম জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরে শনিবার সকালে এসে দেখেন তার দোকান ও পাশের বিএনপি অফিসসহ মুরগির দোকানটি পুড়ে ছাই হয়ে আছে। অগ্নিকাণ্ডে তাঁর দোকানের দুটি ফ্রিজ, বেকারি পণ্য, কসমেটিকস ও সিগারেটসহ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

তিনি অভিযোগ করেন, তার দোকানের পাশেই বিএনপি অফিস এবং সেখানে দলের নেতা-কর্মীদের নিয়মিত আসা-যাওয়া থাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে থাকতে পারে।

মুরগির দোকানের মালিক ইব্রাহিম জানান, আগুনে তাঁর দোকানের মুরগি, ডিম ও আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হেসাখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে আমাদের দায়েমছাতি বাজারস্থ বিএনপি অফিসের অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি আমরা উপজেলার শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করেছি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথি জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে জেলা প্রশাসকের মাধ্যমে তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।

মানবকণ্ঠ/ডিআর