দেশের ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি নিজেই। সব ধরনের গুজব উড়িয়ে দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুরের বিসিবি কার্যালয়ে সরাসরি হাজির হন বিসিবি সভাপতি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চয়তা, এক পরিচালকের রহস্যজনক পদত্যাগ এবং আরেক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ—সব মিলিয়ে স্মরণকালের সবচেয়ে টালমাটাল সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে রোববার (২৫ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, বিসিবি সভাপতি দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের কাছে চলে গেছেন।
তবে সোমবার সকালে মিরপুরে ম্যাচ রেফারিদের উন্নত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে এসে হাস্যোজ্জ্বল আমিনুল ইসলাম বুলবুল এসব গুঞ্জন নাকচ করে দেন। দেশ ছাড়ার খবর ছড়ানোয় বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? আমি কি বিসিবিতে কাজ করি না? আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ কেন?”
পরবর্তীতে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ের দিকে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?”
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও তিনি একাধিকবার সেখানে গেছেন এবং অনলাইন মাধ্যমে দায়িত্ব পালন করেছেন। ফলে বিদেশ সফর তার জন্য নতুন কোনো বিষয় নয়।
তবে দেশের ক্রিকেটের সংকটময় মুহূর্তে তিনি দেশ ছেড়ে চলে গেছেন কিংবা জাতীয় নির্বাচনের আগে ফিরবেন না এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়।
মানবকণ্ঠ/আরআই




Comments