Image description

চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর টেকপাড়া এলাকার আজাদ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-  কামরুল (২০), বাদশা (২৫) ও শাহানুর (২৫)। আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আজাদ কলোনির একটি বাসায় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ঘরে থাকা তিনজন দগ্ধ হন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দগ্ধ তিনজনের মধ্যে একজনের হাত, পা ও মুখসহ শরীরের বড় একটি অংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। অন্য দুজনেরও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একজনের অবস্থা গুরুতর।”

মানবকণ্ঠ/ডিআর