নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশের ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি থাকায় সরকার ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে ক্রিকেট দল না পাঠালেও দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল এবং পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটারদের অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার শুটাররা ভারত সফরের জিও (সরকারি আদেশ) পেয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
শুটিং টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাটি ইনডোরে ও সংরক্ষিত এলাকায় হওয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই। যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম জানান, একজন খেলোয়াড় ও কোচ যাচ্ছেন। আয়োজকরা নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। নিরাপত্তা সংকট না থাকায় তারা ভারতে যাওয়ার অনুমতি পেয়েছেন।’
শুটিং টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে রবিউল ইসলাম ও কোচ হিসেবে শারমিন আক্তার ভারতে যাবেন। ৩১ জানুয়ারি তাদের দিল্লি যাওয়ার কথা। ৫ ফেব্রুয়ারি রবিউলের ম্যাচ।




Comments