ঘোষিত হল ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত তালিকা। ‘সুরঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জিতেছেন আফরান নিশো। আর ‘সাঁতাও’ সিনেমায় অভিনয় করে আইনুন পুতুলের নাম সেরা অভিনেত্রী বিভাগে ঘোষিত হয়েছে।
এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। এটি পরিচালনা করেন খন্দকার সুমন। ‘সাঁতাও’-এর জন্য এই নির্মাতা সেরা পরিচালক বিভাগেও পুরস্কার জিতেছেন। আর যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানটি গেয়ে সেরা গায়ক বালাম। আর ‘সুরঙ্গ’ ছবির ‘এ গাঁ ছুঁয়ে বলো’ গানটির জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার উঠছে অবন্তী সিঁথিঁর হাতে। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে চৈত্রী সমদ্দার পরিচালিত ‘মরিয়ম’।




Comments