Image description

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হতাশায় ডুবিয়েছিল হোসে মরিনিওর বেনফিকা। সেই ম্যাচে যোগ করা সময়ে এক গোল দিয়ে রিয়ালকে রুখে দেয় তারা। ফলে সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার সুযোগ হারায় রিয়াল, তাদের নেমে যেতে হয় নবম স্থানে। অন্যদিকে, সেই গোলের সুবাদে ২৪তম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে বেনফিকা।


নাটকীয় সেই লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। আজ শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের ড্র। লিগ পর্বের নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দলকে নিয়ে আয়োজিত এই ড্রয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে সেই বেনফিকা।

এবারের প্লে-অফ ড্রয়ের আরেকটি বড় আকর্ষণ হলো দুই ফরাসি জায়ান্ট মোনাকো ও পিএসজির লড়াই। লিগ আঁ-র এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার ইউরোপসেরার মঞ্চে টিকে থাকার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে।
দুই লেগের প্লে-অফে প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। এরপর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে কোন দলগুলো যাবে শেষ ষোলোতে।

প্লে-অফে যারা মুখোমুখি হচ্ছে:
বেনফিকা – রিয়াল মাদ্রিদ
মোনাকো – পিএসজি
কারাবাগ – নিউক্যাসল
বোডো/গ্লিমট – ইন্টার মিলান
গালাতাসারাই – জুভেন্টাস
ডর্টমুন্ড – আতালান্তা
ক্লাব ব্রুগা – আতলেতিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস – লেভারকুসেন