Image description

চলতি নভেম্বর মাসের প্রথম ২৫ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৪১ মিলিয়ন (২.৪৪ বিলিয়ন) মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ বেড়েছে ২৮ দশমিক ৬ শতাংশ। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, রেমিট্যান্স প্রবাহে বর্তমানে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

চলতি মাস (১-২৫ নভেম্বর): প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ৪৪১ মিলিয়ন ডলার।

গত বছর (একই সময়): গত বছরের নভেম্বরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৯৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ১২ হাজার ৫৯০ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১০ হাজার ৮৩৫ মিলিয়ন ডলার। অর্থাৎ গতবারের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেশি।