Image description

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ অবসরে যাচ্ছেন। দেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ২৬তম প্রধান বিচারপতির নিয়োগ প্রসঙ্গে তৎপরতা চলছে। যদিও নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর, সরকারিভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদিতে। এখন সবার নজর, কে হচ্ছেন দেশের বিচার বিভাগের সর্বোচ্চ অভিভাবক?

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন প্রধান বিচারপতি। সাধারণত আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিযুক্ত হলেও কখনো কখনো ভাঙা হয় জ্যেষ্ঠতা। 

সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়, 'আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে। 

বর্তমানে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এরপর রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সব ঠিক থাকলে এই দুজনের একজন হবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি। 

তবে সূত্র বলছে, বিভিন্ন প্রশ্নের কারণে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম বাদ পড়তে পারেন, ফলে দেশের ২৬তম প্রধান বিচারপতি হতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী।