Image description

জো বাইডেনকে ‘ঘুমকাতুরে’ বলে নিয়মিত কটাক্ষ করা ডোনাল্ড ট্রাম্প নিজেই এবার বিড়ম্বনার শিকার হলেন। নিজেকে ২৫ বছর আগের চেয়েও বেশি প্রাণবন্ত দাবি করার কিছুক্ষণ পরই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে ঘুমে ঢলে পড়তে দেখা গেছে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিউইয়র্ক টাইমস ট্রাম্পের বয়স ও কর্মক্ষমতা কমে যাওয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর জবাবে ৭৯ বছর বয়সী ট্রাম্প দাবি করেন, তিনি আগের চেয়েও অনেক বেশি বিচক্ষণ ও প্রাণবন্ত। কিন্তু এই দাবির অসারতা প্রমাণ হতে সময় লাগেনি। মন্ত্রিসভার বৈঠকে যখন মন্ত্রীরা তার প্রশংসা করছিলেন, তখন ট্রাম্পকে বারবার ঘুমের সঙ্গে লড়াই করতে দেখা যায়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, কৃষিমন্ত্রী ব্রুক রোলিনস এবং স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র যখন ট্রাম্পের গুণগান গাইছিলেন, তখন ট্রাম্পের চোখ বারবার বন্ধ হয়ে আসছিল। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন কথা বলছিলেন, তখন ক্যামেরায় ধরা পড়ে ট্রাম্প প্রায় ১০-১৫ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ছিলেন।

হোয়াইট হাউসের প্রেস সচিব অবশ্য দাবি করেছেন, ট্রাম্প ঘুমাননি বরং মনোযোগ দিয়ে সব শুনছিলেন। তবে এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বার, যখন ট্রাম্পকে জনসমক্ষে এভাবে ঘুমে ঢুলতে দেখা গেল।