Image description

যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর হচ্ছে। নতুন প্রস্তাবিত বিধিতে আবেদনকারীদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিস্তারিত এবং ১০ বছরের ইমেইল হিস্ট্রিসহ আত্মীয়স্বজনের ব্যাকগ্রাউন্ড তথ্য প্রদান বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাবনা গতকাল ‘ফেডারেল রেজিস্টার’-এ নোটিস আকারে প্রকাশ করা হয়েছে। আগামী ৬০ দিন জনমত যাচাইয়ের পর সবকিছু ঠিক থাকলে বিধিটি আইনে পরিণত হবে।

প্রস্তাবিত এই বিধি কার্যকর হলে ভিসা ওয়েভার প্রোগ্রাম বা ভিসা অব্যহতি কর্মসূচির আওতায় থাকা দেশগুলোকেও নতুন নিয়মের মুখোমুখি হতে হবে। জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও জার্মানিসহ ইউরোপের যে ২৯টি দেশের নাগরিকদের বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসার প্রয়োজন হয় না, তাদেরও তখন দুই বছরের জন্য ৪০ ডলার ফি দিয়ে ‘ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন’ (ইএসটিএ) সংগ্রহ করতে হবে।

কাস্টমস অ্যান্ড বর্ডার প্যাট্রল (সিবিপি) কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিয়মে ভিসা প্রার্থীদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া কার্যক্রম এমনভাবে উন্মুক্ত রাখতে হবে, যেন কর্তৃপক্ষ তা অবাধে যাচাই করতে পারে। সকল ট্যুরিস্ট ও নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রার্থীর জন্য এই শর্ত বাধ্যতামূলক হবে।